Hindu Scriptures

জগদ্ধাত্রী পূজা পদ্ধতি

Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

জগদ্ধাত্রীর পূজার ইতিহাস

তিনি নাকি তৎকালীন নবাবের কাছে দুর্গা পূজার সময়ে বন্দি হন এবং পরে দুর্গা পূজার পর শ্রীমতী স্বপ্নাদেশে কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। সময়কাল নিয়ে কিছু মতভেদের মাঝে অনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর বলে জানা যায়। এরপর চন্দননগরসহ অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা ঘটে।

সংস্কৃত ভাষায় ‘জগদ্ধাত্রী স্তোত্রং’

ওঁ আধারভূতে চাধিয়ে ধৃতিরূপে ধুরন্ধরে।
ধ্রূবে ধ্রূবপদে ধীরে জগধ্যাত্রী নমোঽস্তু তে॥
শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে।
শক্তাচার প্রিয়ে দেবি জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে।
জয় সর্ব্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
পরমাণু স্বরূপে চ দ্ব্যণুকাদি স্বরূপিণি।
স্থূলাতি সূক্ষ্ম রূপেণ জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ প্রাণাপানাদিরূপিণি।
ভাবাভাব স্বরূপে চ জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
কালাদি রূপে কালেশে কালাকাল বিভেদিনি।
সর্ব্ব স্বরূপে সর্ব্বজ্ঞে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বলপ্রদে।
প্রপঞ্চাসারে সাধ্বীশে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরি বরাঙ্গনে।
অশেষ রূপে রূপস্থে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
দ্বিসপ্তকোটি মন্ত্রাণাং শক্তিরূপে সনাতনি।
সর্ব্ব শক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
তীর্থযজ্ঞ তপোদান যোগসারে জগন্ময়ি।
ত্বমেব সর্ব্বং সর্ব্বস্থে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
দয়ারূপে দয়াদৃষ্টি দয়া দ্রু দুঃখমোচনি।
সর্ব্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
অগম্য ধামাধামস্থে মহাযোগীশ হৃৎপুরে।
অমেয় ভাব কূটস্থে জগদ্ধাত্রী নমোঽস্তু তে॥
যঃ পঠেৎ স্তোত্রমেতত্তু পূজান্তে সাধক উত্তমঃ।
সর্ব্ব পাপৎ বিনির্মুক্তঃ পূজা ফলং অবামুয়াৎ॥
॥ইতি শ্রীজগদ্ধাতিকল্পে জগদ্ধাত্রি স্তোত্রং সমাপ্তম্॥

Download জগদ্ধাত্রী পূজা পদ্ধতি Bengali PDF Free

Download PDF
Download HinduNidhi App
Join WhatsApp Channel Download App