Hindu Scriptures

বিশ্বকর্মা পূজা পদ্ধতি

Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

Vishwakarma Puja Mantra in Bengali (বিশ্বকর্মা পূজা পদ্ধতি)

বিশ্বকর্মা পূজার দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পূজা করা হয়।

  • সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পড়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে, তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে।
  • যেমন, গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা সহ শীষ যুক্ত ডাব রাখতে হবে। যদি ঘট পাত্রটি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বোড়ের ওপর ঘর রাখতে হবে।
  • এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে।
  • তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল, বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পুজো শুরু করতে হবে।
  • বিষ্ণু ও বিশ্বকর্মা, উভয়কেই পুজো করলে পঞ্চমেব, পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন।
  • বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে।
  • হোম যজ্ঞ করার পর আরতি করতে হয়। ধূপ-দীপ জ্বালিয়ে আরতি করুন। পুজো সম্পন্ন হলে পূজার প্রসাদ বিতরণ করতে পারেন।

Download বিশ্বকর্মা পূজা পদ্ধতি Bengali PDF Free

Download PDF
Download HinduNidhi App
Join WhatsApp Channel Download App