Saraswati Maa

Saraswati Puja Bengali 2025 – কবে পড়েছে ২০২৫ (র সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ)

Saraswati MaaPooja Vidhi (पूजा विधि)বাংলা
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে, বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। পুরাণ মতে.

মা সরস্বতী ও তাঁর মাহাত্ম্য

মা সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠীত্রী দেবী। মনে করা হয়, যে স্থানে মা সরস্বতীর বিরাজ করেন, সেখানে মা কালী ও মা লক্ষ্মীরও বাস। বিদ্যার দেবীকে সাক্ষী রেখে ছোট শিশুরা এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে ছাত্রজীবনে প্রবেশ করে। এদিন শিশুদের হাতেখড়ি দেওয়ার রীতি প্রচলিত আছে। এদিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে মনের সব বাসনা পূরণ হয়। তবে এমন কয়েকটি কাজ আছে, যেগুলি সরস্বতী পুজোর দিন ভুলেও করতে নেই বলে মনে করা হয়। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা এদিন এই সব কাজ করলে বাগদেবী কূপিতা হন।

কবে পড়েছে ২০২৫(র সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ)

সরস্বতী পুজো ২০২৫-এর তারিখ (Saraswati Puja 2025 Date)

২০২৪ সালের  ৩ ফেব্রুয়ারি (বাংলায় ২০ মাঘ), সোমবার সরস্বতী পুজো পড়েছে।

সরস্বতী পুজো ২০২৫-এর পঞ্চমী তিথি (Saraswati Puja 2025 Panchami Tithi)  

২ ফেব্রুয়ারি বেলা ১২।২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯।৫৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Puja 2025 Pushpanjali Mantra)

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।

নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।- এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।

সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র (Saraswati Puja Pronam Mantra) 

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে,  কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।

পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী (Saraswati Puja Samagri)

শ্রী পঞ্চমীর দিনি সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রির প্রয়োজন হয়। যেমন- আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়।

প্রচলিত লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই। যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্র-ছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে পালন করে আসছে।

Read in More Languages:

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
Saraswati Puja Bengali 2025 - কবে পড়েছে ২০২৫ (র সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ) PDF

Download Saraswati Puja Bengali 2025 - কবে পড়েছে ২০২৫ (র সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ) PDF

Saraswati Puja Bengali 2025 - কবে পড়েছে ২০২৫ (র সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ) PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App