|| শ্রীরামচালীসা ||
শ্রী রঘুবীর ভক্ত হিতকারী ।
সুনি লীজৈ প্রভু অরজ হমারী ॥
নিশি দিন ধ্যান ধরৈ জো কোঈ ।
তা সম ভক্ত ঔর নহিং হোঈ ॥
ধ্যান ধরে শিবজী মন মাহীং ।
ব্রহ্মা ইন্দ্র পার নহিং পাহীং ॥
জয় জয় জয় রঘুনাথ কৃপালা ।
সদা করো সন্তন প্রতিপালা ॥
দূত তুম্হার বীর হনুমানা ।
জাসু প্রভাব তিহূঁ পুর জানা ॥
তুব ভুজদণ্ড প্রচণ্ড কৃপালা ।
রাবণ মারি সুরন প্রতিপালা ॥
তুম অনাথ কে নাথ গোসাঈং ।
দীনন কে হো সদা সহাঈ ॥
ব্রহ্মাদিক তব পার ন পাবৈং ।
সদা ঈশ তুম্হরো যশ গাবৈং ॥
চারিউ বেদ ভরত হৈং সাখী ।
তুম ভক্তন কী লজ্জা রাখী ॥
গুণ গাবত শারদ মন মাহীং ।
সুরপতি তাকো পার ন পাহীং ॥
নাম তুম্হার লেত জো কোঈ ।
তা সম ধন্য ঔর নহিং হোঈ ॥
রাম নাম হৈ অপরম্পারা ।
চারিহু বেদন জাহি পুকারা ॥
গণপতি নাম তুম্হারো লীন্হোং ।
তিনকো প্রথম পূজ্য তুম কীন্হোং ॥
শেষ রটত নিত নাম তুম্হারা ।
মহি কো ভার শীশ পর ধারা ॥
ফূল সমান রহত সো ভারা ।
পাবত কোউ ন তুম্হরো পারা ॥
ভরত নাম তুম্হরো উর ধারো ।
তাসোং কবহুঁ ন রণ মেং হারো ॥
নাম শত্রুহন হৃদয় প্রকাশা ।
সুমিরত হোত শত্রু কর নাশা ॥
লষন তুম্হারে আজ্ঞাকারী ।
সদা করত সন্তন রখবারী ॥
তাতে রণ জীতে নহিং কোঈ ।
যুদ্ধ জুরে যমহূঁ কিন হোঈ ॥
মহা লক্শ্মী ধর অবতারা ।
সব বিধি করত পাপ কো ছারা ॥
সীতা রাম পুনীতা গায়ো ।
ভুবনেশ্বরী প্রভাব দিখায়ো ॥
ঘট সোং প্রকট ভঈ সো আঈ ।
জাকো দেখত চন্দ্র লজাঈ ॥
সো তুমরে নিত পাম্ব পলোটত ।
নবো নিদ্ধি চরণন মেং লোটত ॥
সিদ্ধি অঠারহ মঙ্গল কারী ।
সো তুম পর জাবৈ বলিহারী ॥
ঔরহু জো অনেক প্রভুতাঈ ।
সো সীতাপতি তুমহিং বনাঈ ॥
ইচ্ছা তে কোটিন সংসারা ।
রচত ন লাগত পল কী বারা ॥
জো তুম্হরে চরনন চিত লাবৈ ।
তাকো মুক্তি অবসি হো জাবৈ ॥
সুনহু রাম তুম তাত হমারে ।
তুমহিং ভরত কুল-পূজ্য প্রচারে ॥
তুমহিং দেব কুল দেব হমারে ।
তুম গুরু দেব প্রাণ কে প্যারে ॥
জো কুছ হো সো তুমহীং রাজা ।
জয় জয় জয় প্রভু রাখো লাজা ॥
রামা আত্মা পোষণ হারে ।
জয় জয় জয় দশরথ কে প্যারে ॥
জয় জয় জয় প্রভু জ্যোতি স্বরূপা ।
নিগুণ ব্রহ্ম অখণ্ড অনূপা ॥
সত্য সত্য জয় সত্য-ব্রত স্বামী ।
সত্য সনাতন অন্তর্যামী ॥
সত্য ভজন তুম্হরো জো গাবৈ ।
সো নিশ্চয় চারোং ফল পাবৈ ॥
সত্য শপথ গৌরীপতি কীন্হীং ।
তুমনে ভক্তহিং সব সিদ্ধি দীন্হীং ॥
জ্ঞান হৃদয় দো জ্ঞান স্বরূপা ।
নমো নমো জয় জাপতি ভূপা ॥
ধন্য ধন্য তুম ধন্য প্রতাপা ।
নাম তুম্হার হরত সন্তাপা ॥
সত্য শুদ্ধ দেবন মুখ গায়া ।
বজী দুন্দুভী শঙ্খ বজায়া ॥
সত্য সত্য তুম সত্য সনাতন ।
তুমহীং হো হমরে তন মন ধন ॥
যাকো পাঠ করে জো কোঈ ।
জ্ঞান প্রকট তাকে উর হোঈ ॥
আবাগমন মিটৈ তিহি কেরা ।
সত্য বচন মানে শিব মেরা ॥
ঔর আস মন মেং জো ল্যাবৈ ।
তুলসী দল অরু ফূল চঢ়াবৈ ॥
সাগ পত্র সো ভোগ লগাবৈ ।
সো নর সকল সিদ্ধতা পাবৈ ॥
অন্ত সময় রঘুবর পুর জাঈ ।
জহাঁ জন্ম হরি ভক্ত কহাঈ ॥
শ্রী হরি দাস কহৈ অরু গাবৈ ।
সো বৈকুণ্ঠ ধাম কো পাবৈ ॥
দোহা
সাত দিবস জো নেম কর পাঠ করে চিত লায় ।
হরিদাস হরিকৃপা সে অবসি ভক্তি কো পায় ॥
রাম চালীসা জো পঢ়ে রামচরণ চিত লায় ।
জো ইচ্ছা মন মেং করৈ সকল সিদ্ধ হো জায় ॥
- assameseশ্ৰীৰামচালীসা
- punjabiਸ਼੍ਰੀਰਾਮਚਾਲੀਸਾ
- odiaଶ୍ରୀରାମଚାଲୀସା
- teluguశ్రీరామచాలీసా
- kannadaಶ್ರೀರಾಮಚಾಲೀಸಾ
- malayalamശ്രീരാമചാലീസാ
- tamilஶ்ரீராமசாலீஸா
- gujaratiશ્રી રામ ચાલીસા
- hindiश्री राम चालीसा
- englishShri Ram Chalisa
Found a Mistake or Error? Report it Now