Shri Krishna

শ্রীকৃষ্ণ চালীসা

Krishna Chalisa Bengali Lyrics

Shri KrishnaChalisa (चालीसा संग्रह)বাংলা
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| শ্রীকৃষ্ণ চালীসা ||

দোহা

বংশী শোভিত কর মধুর,
নীল জলদ তন শ্যাম ।
অরুণ অধর জনু বিম্বফল,
নয়ন কমল অভিরাম ॥

পূর্ণ ইন্দ্র, অরবিন্দ মুখ,
পীতাম্বর শুভ সাজ ।
জয় মনমোহন মদন ছবি,
কৃষ্ণচন্দ্র মহারাজ ॥

জয় যদুনন্দন জয় জগবন্দন ।
জয় বসুদেব দেবকী নন্দন ॥

জয় যশুদা সুত নন্দ দুলারে ।
জয় প্রভু ভক্তন কে দৃগ তারে ॥

জয় নট-নাগর, নাগ নথৈয়া ।
কৃষ্ণ কন্হৈয়া ধেনু চরৈয়া ॥

পুনি নখ পর প্রভু গিরিবর ধারো ।
আও দীনন কষ্ট নিবারো ॥

বংশী মধুর অধর ধরি টেরৌ ।
হোবে পূর্ণ বিনয় যহ মেরৌ ॥

আও হরি পুনি মাখন চাখো ।
আজ লাজ ভারত কী রাখো ॥

গোল কপোল, চিবুক অরুণারে ।
মৃদু মুস্কান মোহিনী ডারে ॥

রাজিত রাজিব নয়ন বিশালা ।
মোর মুকুট বৈজন্তীমালা ॥

কুণ্ডল শ্রবণ, পীত পট আছে ।
কটি কিঙ্কিণী কাছনী কাছে ॥

নীল জলজ সুন্দর তনু সোহে ।
ছবি লখি, সুর নর মুনিমন মোহে ॥

মস্তক তিলক, অলক ঘুঙ্ঘরালে ।
আও কৃষ্ণ বাংসুরী বালে ॥

করি পয় পান, পূতনহি তার্যো ।
অকা বকা কাগাসুর মার্যো ॥

মধুবন জলত অগিন জব জ্বালা ।
ভৈ শীতল লখতহিং নন্দলালা ॥

সুরপতি জব ব্রজ চঢ়্যো রিসাঈ ।
মূসর ধার বারি বর্ষাঈ ॥

লগত লগত ব্রজ চহন বহায়ো ।
গোবর্ধন নখ ধারি বচায়ো ॥

লখি যসুদা মন ভ্রম অধিকাঈ ।
মুখ মংহ চৌদহ ভুবন দিখাঈ ॥

দুষ্ট কংস অতি উধম মচায়ো ।
কোটি কমল জব ফূল মঙ্গায়ো ॥

নাথি কালিয়হিং তব তুম লীন্হেং ।
চরণ চিহ্ন দৈ নির্ভয় কীন্হেং ॥

করি গোপিন সঙ্গ রাস বিলাসা ।
সবকী পূরণ করী অভিলাষা ॥

কেতিক মহা অসুর সংহার্যো ।
কংসহি কেস পকিড় দৈ মার্যো ॥

মাত-পিতা কী বন্দি ছুড়াঈ ।
উগ্রসেন কহঁ রাজ দিলাঈ ॥

মহি সে মৃতক ছহোং সুত লায়ো ।
মাতু দেবকী শোক মিটায়ো ॥

ভৌমাসুর মুর দৈত্য সংহারী ।
লায়ে ষট দশ সহসকুমারী ॥

দৈ ভীমহিং তৃণ চীর সহারা ।
জরাসিন্ধু রাক্ষস কহঁ মারা ॥

অসুর বকাসুর আদিক মার্যো ।
ভক্তন কে তব কষ্ট নিবার্যো ॥

দীন সুদামা কে দুঃখ টার্যো ।
তন্দুল তীন মূণ্ঠ মুখ ডার্যো ॥

প্রেম কে সাগ বিদুর ঘর মাঁগে ।
দুর্যোধন কে মেবা ত্যাগে ॥

লখী প্রেম কী মহিমা ভারী ।
ঐসে শ্যাম দীন হিতকারী ॥

ভারত কে পারথ রথ হাঁকে ।
লিয়ে চক্র কর নহিং বল থাকে ॥

নিজ গীতা কে জ্ঞান সুনাএ ।
ভক্তন হৃদয় সুধা বর্ষাএ ॥

মীরা থী ঐসী মতবালী ।
বিষ পী গঈ বজাকর তালী ॥

রানা ভেজা সাঁপ পিটারী ।
শালীগ্রাম বনে বনবারী ॥

নিজ মায়া তুম বিধিহিং দিখায়ো ।
উর তে সংশয় সকল মিটায়ো ॥

তব শত নিন্দা করি তৎকালা ।
জীবন মুক্ত ভয়ো শিশুপালা ॥

জবহিং দ্রৌপদী টের লগাঈ ।
দীনানাথ লাজ অব জাঈ ॥

তুরতহি বসন বনে নন্দলালা ।
বঢ়ে চীর ভৈ অরি মুংহ কালা ॥

অস অনাথ কে নাথ কন্হৈয়া ।
ডূবত ভম্বর বচাবৈ নৈয়া ॥

`সুন্দরদাস’ আস উর ধারী ।
দয়া দৃষ্টি কীজৈ বনবারী ॥

নাথ সকল মম কুমতি নিবারো ।
ক্ষমহু বেগি অপরাধ হমারো ॥

খোলো পট অব দর্শন দীজৈ ।
বোলো কৃষ্ণ কন্হৈয়া কী জৈ ॥

দোহা

যহ চালীসা কৃষ্ণ কা,
পাঠ করৈ উর ধারি ।
অষ্ট সিদ্ধি নবনিধি ফল,
লহৈ পদারথ চারি ॥

Read in More Languages:

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
শ্রীকৃষ্ণ চালীসা PDF

Download শ্রীকৃষ্ণ চালীসা PDF

শ্রীকৃষ্ণ চালীসা PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App