|| শ্রীকৃষ্ণ চালীসা ||
দোহা
বংশী শোভিত কর মধুর,
নীল জলদ তন শ্যাম ।
অরুণ অধর জনু বিম্বফল,
নয়ন কমল অভিরাম ॥
পূর্ণ ইন্দ্র, অরবিন্দ মুখ,
পীতাম্বর শুভ সাজ ।
জয় মনমোহন মদন ছবি,
কৃষ্ণচন্দ্র মহারাজ ॥
জয় যদুনন্দন জয় জগবন্দন ।
জয় বসুদেব দেবকী নন্দন ॥
জয় যশুদা সুত নন্দ দুলারে ।
জয় প্রভু ভক্তন কে দৃগ তারে ॥
জয় নট-নাগর, নাগ নথৈয়া ।
কৃষ্ণ কন্হৈয়া ধেনু চরৈয়া ॥
পুনি নখ পর প্রভু গিরিবর ধারো ।
আও দীনন কষ্ট নিবারো ॥
বংশী মধুর অধর ধরি টেরৌ ।
হোবে পূর্ণ বিনয় যহ মেরৌ ॥
আও হরি পুনি মাখন চাখো ।
আজ লাজ ভারত কী রাখো ॥
গোল কপোল, চিবুক অরুণারে ।
মৃদু মুস্কান মোহিনী ডারে ॥
রাজিত রাজিব নয়ন বিশালা ।
মোর মুকুট বৈজন্তীমালা ॥
কুণ্ডল শ্রবণ, পীত পট আছে ।
কটি কিঙ্কিণী কাছনী কাছে ॥
নীল জলজ সুন্দর তনু সোহে ।
ছবি লখি, সুর নর মুনিমন মোহে ॥
মস্তক তিলক, অলক ঘুঙ্ঘরালে ।
আও কৃষ্ণ বাংসুরী বালে ॥
করি পয় পান, পূতনহি তার্যো ।
অকা বকা কাগাসুর মার্যো ॥
মধুবন জলত অগিন জব জ্বালা ।
ভৈ শীতল লখতহিং নন্দলালা ॥
সুরপতি জব ব্রজ চঢ়্যো রিসাঈ ।
মূসর ধার বারি বর্ষাঈ ॥
লগত লগত ব্রজ চহন বহায়ো ।
গোবর্ধন নখ ধারি বচায়ো ॥
লখি যসুদা মন ভ্রম অধিকাঈ ।
মুখ মংহ চৌদহ ভুবন দিখাঈ ॥
দুষ্ট কংস অতি উধম মচায়ো ।
কোটি কমল জব ফূল মঙ্গায়ো ॥
নাথি কালিয়হিং তব তুম লীন্হেং ।
চরণ চিহ্ন দৈ নির্ভয় কীন্হেং ॥
করি গোপিন সঙ্গ রাস বিলাসা ।
সবকী পূরণ করী অভিলাষা ॥
কেতিক মহা অসুর সংহার্যো ।
কংসহি কেস পকিড় দৈ মার্যো ॥
মাত-পিতা কী বন্দি ছুড়াঈ ।
উগ্রসেন কহঁ রাজ দিলাঈ ॥
মহি সে মৃতক ছহোং সুত লায়ো ।
মাতু দেবকী শোক মিটায়ো ॥
ভৌমাসুর মুর দৈত্য সংহারী ।
লায়ে ষট দশ সহসকুমারী ॥
দৈ ভীমহিং তৃণ চীর সহারা ।
জরাসিন্ধু রাক্ষস কহঁ মারা ॥
অসুর বকাসুর আদিক মার্যো ।
ভক্তন কে তব কষ্ট নিবার্যো ॥
দীন সুদামা কে দুঃখ টার্যো ।
তন্দুল তীন মূণ্ঠ মুখ ডার্যো ॥
প্রেম কে সাগ বিদুর ঘর মাঁগে ।
দুর্যোধন কে মেবা ত্যাগে ॥
লখী প্রেম কী মহিমা ভারী ।
ঐসে শ্যাম দীন হিতকারী ॥
ভারত কে পারথ রথ হাঁকে ।
লিয়ে চক্র কর নহিং বল থাকে ॥
নিজ গীতা কে জ্ঞান সুনাএ ।
ভক্তন হৃদয় সুধা বর্ষাএ ॥
মীরা থী ঐসী মতবালী ।
বিষ পী গঈ বজাকর তালী ॥
রানা ভেজা সাঁপ পিটারী ।
শালীগ্রাম বনে বনবারী ॥
নিজ মায়া তুম বিধিহিং দিখায়ো ।
উর তে সংশয় সকল মিটায়ো ॥
তব শত নিন্দা করি তৎকালা ।
জীবন মুক্ত ভয়ো শিশুপালা ॥
জবহিং দ্রৌপদী টের লগাঈ ।
দীনানাথ লাজ অব জাঈ ॥
তুরতহি বসন বনে নন্দলালা ।
বঢ়ে চীর ভৈ অরি মুংহ কালা ॥
অস অনাথ কে নাথ কন্হৈয়া ।
ডূবত ভম্বর বচাবৈ নৈয়া ॥
`সুন্দরদাস’ আস উর ধারী ।
দয়া দৃষ্টি কীজৈ বনবারী ॥
নাথ সকল মম কুমতি নিবারো ।
ক্ষমহু বেগি অপরাধ হমারো ॥
খোলো পট অব দর্শন দীজৈ ।
বোলো কৃষ্ণ কন্হৈয়া কী জৈ ॥
দোহা
যহ চালীসা কৃষ্ণ কা,
পাঠ করৈ উর ধারি ।
অষ্ট সিদ্ধি নবনিধি ফল,
লহৈ পদারথ চারি ॥
- englishKrishna Chalisa
- tamilஶ்ரீக்ருʼஷ்ண சாலீஸா
- gujaratiશ્રીકૃષ્ણ ચાલીસા
- odiaଶ୍ରୀକୃଷ୍ଣ ଚାଲୀସା
- kannadaಶ್ರೀಕೃಷ್ಣ ಚಾಲೀಸಾ
- assameseশ্ৰীকৃষ্ণ চালীসা
- punjabiਸ਼੍ਰੀਕ੍ਰੁਸ਼਼੍ਣ ਚਾਲੀਸਾ
- teluguశ్రీకృష్ణ చాలీసా
- malayalamശ്രീകൃഷ്ണ ചാലീസാ
- hindiश्री कृष्ण चालीसा
- englishShri Krishan Chalisa
- hindiश्री कृष्ण चालीसा
- englishShri Krishna Chalisa
Found a Mistake or Error? Report it Now